দুর্নীতিবাজদের তালিকা|
প্রশাসন নিশ্চই দুর্নীতিবাজদের তালিকা চায়।
কিন্তু সঠিকভাবে তালিকা পাওয়ার উপায় কি?
অবশ্যই তাদের হাতে নানা উপায় আছে।
আমার একটা চিন্তা আছে এ বিষয়ে।
আমি মনে করি কয়েকজন আওয়ামীলীগ নেতাকর্মীদের কাছে চাওয়া হোক বিএনপি'র মধ্যে কারা কারা দুর্নীতিবাজ আছে। তারা দেখবেন ঠিক একটা লিস্ট দিবে।
আবার একইভাবে বিএনপি'র কিছু নেতাকর্মীদের কাছে চাওয়া হোক আওয়ামীলীগের মধ্যের দুর্নীতিবাজদের তালিকা।
দেখবেন ওরা পরস্পরের সকল দুর্নীতিবাজদের তালিকা নির্ভুলভাবে দিবে।
শুধু তাই নয়, কে দুর্নীতি করেছে, কখন দুর্নীতি করেছে, কি পরিমান কিংবা কতবার দুর্নীতি করেছে, কোথায় বসে দুর্নীতি করেছে তার সঠিক ও সুনির্দিষ্ট দিন-ক্ষণ বলে দিবে।
এবং এ লিস্ট এতটাই সঠিক হবে যা অনেক ক্ষেত্রে প্রশাসনিক তৎপরতাকেও হার মানাবে।
সন্দেহাতীত ভাবে এটা একটা আদর্শ তালিকা হবে।
এভাবে শুরু হতে পারে বিচারের নতুন দিগন্ত।
No comments