তোমরা এতো হৈচৈ করো না ||BD420
ছুরিকাঘাতে আহত হওয়ার পর রক্তক্ষরণ রত কোন মানুষ যখন বলে,
"‘তোমরা এতো হৈচৈ করো না, যতদূর আমি নিজে কন্ট্রোল করতে পারি আমি করছি।
তোমরা আমাকে ধরো, আমার রক্তের গ্রুপ এ পজেটিভ।
সেখানে বুঝা যায় জাফর ইকবাল স্যার কোন কারনে কথাগুলো বলছেন!
সেখানে বুঝা যায় জাফর ইকবাল স্যার কোন কারনে কথাগুলো বলছেন!
শুধু তাই না, তিনি তার ছাত্রদের বলেন, হত্যা প্রচেষ্টা কারীর যেন কোন ক্ষতি না হয়, কেউ যেন তাকে মেরে না ফেলে! অথচ ছুরির আঘাতে নিজেই রক্তে ভেসে যাচ্ছেন, ভেসে যাচ্ছে সমস্ত শরীর!
আর সেই প্রতিকূল মুহুর্তেও তিনি নিজেকে নিজে ধরে রাখার সক্ষমতা দেখিয়েছেন।
বলেছেন- 'যতদূর আমি নিজে কন্ট্রোল করতে পারি আমি করছি'। তিনি বুঝতে পারছিলেন প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, তাঁর রক্ত লাগবে। সেই অবস্থাতেই নিজের রক্তের গ্রুপ জানিয়ে দিয়েছেন- যেন অতি দ্রুত রক্ত খুঁজে পাওয়া যায়, দেরী না হয়।
এমন একজন মানুষ, এমন একজন শিক্ষক কোথায় পাবো আমরা??
শুনেছিলাম উনি আমেরিকায় অতি উচ্চ বেতনে চাকুরী করার অফার ফেলে দিয়ে দেশে চলে আসেন সামান্য শিক্ষকের চাকুরী করতে!
একটা মানুষ দেশকে কতটুকু ভালবাসলে এমন হতে পারে?
শুনেছিলাম উনি আমেরিকায় অতি উচ্চ বেতনে চাকুরী করার অফার ফেলে দিয়ে দেশে চলে আসেন সামান্য শিক্ষকের চাকুরী করতে!
একটা মানুষ দেশকে কতটুকু ভালবাসলে এমন হতে পারে?
অথচ এমন একজন মানুষ কে একটা প্রজন্ম দিনরাত ব্যঙ্গ করে! গালি দেয়!
কেন জানেন?
কারন তিনি স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু আর বাংলাদেশকে নিয়ে লিখেন!
কারন তিনি স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু আর বাংলাদেশকে নিয়ে লিখেন!
তিনি এমন একটা জাতিকে নিয়ে স্বপ্ন দেখেন, যারা বিজ্ঞান প্রযুক্তি, সভ্যতা, সংস্কৃতি বুকে ধারন করে সামনে এগিয়ে যাবে!
কিন্তু কিছু কট্টর, দূরাচার, পাকিস্তান পন্থী প্রেতাত্মা তা চায় না!
এটা টপ সিক্রেট -- সবাই জানেন! আর এরা আপনার আশেপাশেই আছে এই সেই আফ্রিদি মেরি মি প্রজন্ম!
আজকের বাংলাদেশ ৫০ বছর সামনে এগিয়ে যেতো-- যদি এই প্রেতাত্মা প্রজন্ম এইদেশে না থাকতো!
আফসোস এরা বারবার আমাদের হারিয়ে দেয়--- দিবে---- দিচ্ছে!
স্যারের দ্রুত সুস্থতা কামনা করছি!
তবে সেইসাথে হামলা কারীর স্বরুপ উন্মোচিত করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি!
তবে সেইসাথে হামলা কারীর স্বরুপ উন্মোচিত করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি!
No comments