এই চারদিন কি আপনাদের ফেসবুক অফ ছিলো | বাংলাদেশ ছাত্রলীগ- RIGHTBD
যারা এই চারদিন পরে আইসা রুটির তাওয়া গরম করতেছেন তাদের বলবো এই চারদিন কি আপনাদের ফেসবুক অফ ছিলো ?
ফেসবুকে অনেকের সাথে তাল মিলানো যায় বাট বাস্তবতা ভিন্ন । ঘটনা ঘটার ২/১ ঘন্টার মধ্যে আগলা মাতাব্বরি করে আমিই প্রথম বের করেছি ইশা নির্দোষ তখনও এত ভিডিও বের হয়নি ।
ক্যাম্পাসে লাশের খুব দরকার ছিলো বি এন পি জামাতের এবং তারা মড়িয়া হয়ে গিয়েছিলো এই আন্দোলনকেই কাজে লাগাতে কিন্তু তাদের পাতা ফাঁদে পা দেয়নি ছাত্রলীগ ।
যেভাবে আন্দোলনে ভূল বুঝিয়ে সাধারনদের সম্পৃক্ত করেছিলো তারমধ্যে ছাত্রলীগের হামলার সূযোগ নিয়ে একটা লাশ পড়তো তা হলে অবস্থাটা কি হতো ?
যারা এখন ছাত্রলীগের ১৪ গোষ্ঠী উদ্ধার করতেছেন তারা বুকে হাত দিয়ে বলেন তো এই চারদিনে এত বড় বিপদে ছাত্রলীগের খোঁজ নিয়েছেন ।
আরেকটা কথা যারা দায়িত্বে থাকে তারাও কিন্ত রক্তে মাংসে গড়া আমার আপনার মতোই মানুষ তারাও কিন্তু তাদের সাধ্যমতোই চেষ্টা করে ।
এষার বহিষ্কারের সিদ্ধান্তটা শতভাগ ঠিক হয়নি কিন্তু কোন পরিস্থিতিতে নিয়েছে কাদের সাথে কথা বলে নিয়েছে আমরা কি একবারও জানতে চেয়েছি ?
এষার বহিস্কার আমিও প্রত্যাহার চাই তবে এই ঘটনায় ফুটেজে যাদের দেখা যাচ্ছে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে তানাহলে গতরাতের মতো আমরা কেউ ঘুমাতে পারবোনা খালি এষার চিৎকার কানে বাজবে “ আমার জামা ! আম্মা আমার জামা !!!”
ঢাকা বিশ্ববিদ্যালয় কে বলবো অবিলম্বে এষার ছাত্রত্ব ফিরিয়ে দেন তা না হলে আমরা সাবেক শিক্ষার্থীরা সমবেত হবো খুব শীঘ্রই ।
-সিদ্দিকী নাজমুল আলম
সাবেক সাধারন সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ।
সাবেক সাধারন সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ।
No comments