 |
এই অবস্থা |
কোটার খেলা এখানেইযে শেষ সেটা মনে করবেন না
এখন মাএ সুরু হয়েছে দুই একদিন পরের খেলা দেখার জন্য আমন্ত্রণ সাবইকে
খবর নিয়ে দেখা গেছে মুক্তিযুদ্ধাদের পরিবার এবং যেই মুক্তিযুদ্ধারা এখনো আছেন তাদের আন্দোলন করাটাও অনেক নিকটে.
তখন কোথায় যাবে সরকার আজ তোমরা ইস্টুডেন্ট বলে সব কিছু পেয়ে যাবে তা কিন্তুু না যারা দেশের জন্য যুদ্ধ করেছে তাদেরও সম্মানিত হিসেবে কিছু একটা থাকা দরকার আছে।
আজ সারাদেশের ইস্টুডেন্ট নামের ওইসব মানুষরা মুক্তিযুদ্ধাদের মুখে চুনকালি মেখে ছেড়ে দিয়েছে এটাইকি তাদের পাওয়ার ছিলো বাংলাদেশ থেকে।
আজ হয়তো ভূলে গিয়েছো এইটুকু উপহার তাদের দিতে কস্ট হচ্ছে তোমাদের কিন্তুু তারা তোমাদের এই বাংলাদেশটি উপহার দিয়েছিলো।
কোটার খেলা এখানেইযে শেষ সেটা মনে করবেন না ||RIGHTBD
Reviewed by
Rightbd
on
April 11, 2018
Rating:
5
';
(function() {
var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true;
dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js';
(document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq);
})();
No comments