যেই ছেলেকে খুঁজছে সারা বাংলাদেশের ছাত্রলীগ || RIGHTBD
আরিফ হোসেন নামের এক বেক্তিকে খুঁজছেন সারা বাংলাদেশের ছাত্রলীগ।
এই ঘটনা তেমন ছিলোনা যদিও প্রথম, কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এর ফেসবুক পেজ থাকে একটি পোস্ট দিয়ে বলা হয়
কারণ হিসেবে কয়টি পোস্ট এর স্ক্রিনশট দিয়ে দেয়া হয়।
তার পোস্ট এর ধরণ এমন ছিল যে যেই কেউর চোখ মাথায় উঠে যাবে।
এই ঘটনা তেমন ছিলোনা যদিও প্রথম, কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এর ফেসবুক পেজ থাকে একটি পোস্ট দিয়ে বলা হয়
আরিফ হোসেন
ইস্টার্ন ইউনিভার্সিটির ছাত্র
বাড়ি লক্ষীপুর
বাড়ি লক্ষীপুর
এই কুকুরটার কেউ যদি সন্ধান দিতে পারেন তার নিকট কৃতজ্ঞ থাক
বো।
কারণ হিসেবে কয়টি পোস্ট এর স্ক্রিনশট দিয়ে দেয়া হয়।
এর পরেই শুরু হয় তোলপাড়।
এমন সময় যখন ছাত্রলীগএর খারাপ সময় যাচ্চে , তারপরেও তারা চুপ করে থাকেনি প্রতিবাদ করতে এই পোস্ট কারীকে।
এখন শুদু সময়ের অপেক্ষা এই পোস্টকারীকে পাওয়া বলছেন ছাত্রলীগ।
No comments