WE SUPPORT YOU VHAIJAAN | salman khan
হরিণ শিকারের অভিযোগে সালমান খানের ৫ বছরের জেল দিয়েছে আদালত।
যেখানে কোনো সঠিক প্রমান দিতে পারেনি যে সালমান খান ওই হরিণ মেরেছিলো। হরিণগুলোযে গুলিতে মারা গেছে তারও কোনো প্রমান দিতে পারেনি।
তাহলে কিসের কারণে সালমান খানের ৫ বছর জেল দেয়া হলো ? যেখানে সায়েফ আলী খানও ছিল কিন্তু তাকে ছেড়ে দেয়া হয়েছে ওই এলাকার মানুষ গুলির শব্ধ শুনেছে কিন্তু যেখানে দেখেওনি আসলে কে গুলি করেছে দেখেস সালমান সায়েফ আলী খান এবং তাদের সঙ্গী দের গাড়ি করে যেতে দেখেছে কিন্তু কে গুলি করলো তাদের মধ্যে সেটাও জানা নেই দেখেনাই তো কেন সালমান খানকেই ৫ বছর এর জেল দেয়া হলো ?
প্রশ্ন করলে অনেক প্রশ্নই থাকে যাবে ,,তাই বলবো সালমান খানের পেছন থাকে কেউ একজন এইসব এর নাড়াচাড়া করছে কয়দিন পর পর।
যাই করুক সালমান খানের জনপ্রিয়তা আকাশ সমান যেখানে এই সকল এর কোনো প্রভাব আসবে না।
No comments