জেএসসি-জেডিসিতে নম্বর ও বিষয় কমছে: সচিব || RIGHTBD
শিক্ষার্থীদের উপর চাপ কমাতে আগামী জেএসসি-জেডিসি পরীক্ষা থেকে নম্বর ও বিষয় কমানো হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (২৭ মে) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক সভা শেষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসোইন সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, শিশু শিক্ষার্থীদের উপর বেশি চাপ পড়ছে বলে চাপ কমানোর উদ্যোগ নিয়েছি। আপাতত কিছু বিষয় কমানো যায় কি-না, কমালে এ বছর থেকে বাস্তবায়ন করবো।
আগামী ৩১ মে (বৃহস্পতিবার) সভায় বিষয়টি চূড়ান্ত হবে বলে জানান সচিব।
No comments