Breaking News

নিহত ৪ শিশুর পরিবারের পাশে মুক্তা এমপি || RIGHTBD


চাঁদপুরের হাজীগঞ্জে পুকুরে ডুবে নিহত ৪ শিশুর পরিবারকে ৪০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এ্যাড. নুরজাহান বেগম মুক্তা এমপি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নিহত কিশোরের পরিবারের হাতে এ টাকা তুলে দেন ।
শনিবার বিকেলে নিহতদের বাড়ীতে যান চাঁদপুর-লক্ষীপুর সংসদীয় সংরক্ষিত আসনের এমপি নুরজাহান বেগম মুক্তা। এসময় তিনি নিহত  শিশুদের পরিবারের সাথে কথা বলেন এবং শোক সন্ত্রস্ত পরিবারকে সান্তনা দেন।
উল্লেখ্য, পৌরসভাধীন রান্ধুনীমুড়া ১১নং ওয়ার্ডের আলি মিয়া বাড়ীর ওয়াসিমের ছেলে রাহুল (১৩), শামিম (১১), আহসান হাবিবের ছেলে রায়হান (১১), শাহরাস্তির নজরুল ইসলাম (নাজির আহমেদ) ছেলে লিয়ন (১৩) গত সোমবার বিকেলে নিখোঁজ হয় । পরে মঙ্গলবার ফজরের নামাজের পরে বাড়ীর পাশের পুকুরে মৃতদেহ গুলোকে ভেসে থাকতে দেখে এলাকাবাসি তাদের উদ্ধার করে দাফন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী কবির হোসেন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ, যুবলীগ নেতা রফিকুল ইসলাম, চঞ্চল প্রমূখ।

No comments