বিএনপি-জামায়াতের ৪৫৩ জনের বিরুদ্ধে চার্জশিট || RIGHTBD
তিন বছর আগে আ. লীগ নেতৃত্বাধীন সরকারের বর্ষপূর্তির দিনে কাজীর দেউড়িতে পুলিশের সঙ্গে সংঘর্ষ ওভাঙচুরের ঘটনার মামলায় বিএনপি–জামায়াতের ৪৫৩ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়া হয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে বিস্ফোরক, দ–বিধি ও সন্ত্রাসবিরোধীআইনের পৃথক তিনটি অভিযোগপত্র দেয়া হয় বলে জানান আদালত পুলিশের (প্রসিকিউশন) অতিরিক্ত উপ–কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী। তিনটি অভিযোগপত্রেই ৪৫৩ জনকে আসামি করা হয়েছে। আদালতঅভিযোগত্র গ্রহণ করে আগামী ৯ জুলাই শুনানির দিন ধার্য করেছেন।
আসামিদের মধ্যে রয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির তৎকালীন সভাপতি বর্তমান স্থায়ী কমিটির সদস্য আমীরখসরু মাহমুদ চৌধুরী, মহানগরের সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, উত্তর জেলারসভাপতি আসলাম চৌধুরী, দক্ষিণ জেলার সহ–
সভাপতি এনামুল হক এনাম, জামায়াত নেতা সাবেক সাংসদ আ ন মশামসুল ইলাম, শাজাহান চৌধুরী।
২০১৫ সালের ৫ জানুয়ারি বিকালে চট্টগ্রামের কাজীর দেউড়িতে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনের রাস্তায়২০ দলীয় জোটের প্রতিবাদ সমাবেশ চলাকালে জামায়াত–শিবির নেতাদের বক্তব্যের পর পুলিশের সঙ্গে তাদেরসংঘর্ষ বাঁধে। সংঘর্ষের এক পর্যায়ে তা নগরীর কাজীর দেউড়ি, লাভ লেইন, এনায়েত বাজারসহ বিভিন্ন এলাকায়ছড়িয়ে পড়ে এবং ২০ দলীয় জোটের কর্মীরা যানবাহন ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়।
পুলিশ ঘটনাস্থল থেকে আসলাম চৌধুরী, এনামুল হকসহ প্রায় তিনশতাধিক বিএনপি–জামাতের নেতাকর্মীকে আটককরে। ওই ঘটনায় পুলিশ বিএনপির তৎকালীন মহানগর সভাপতি আমীর খসরুসহ ৫০০ জনকে আসামি করেকোতয়ালি থানা মামলা করে।
No comments