Breaking News

সৌদিতে গুলিতে বাংলাদেশিসহ নিহত ৪ || RIGHTBD


সৌদি আরবের মধ্যাঞ্চলীয় কাসিম প্রদেশে বন্দুকধারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে বাংলাদেশিসহ অন্তত চারজন নিহত হয়েছেন। 
সোমবার সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় গোলাগুলিতে এক বাংলাদেশিসহ চারজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে বলে খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি। নিহতদের মধ্যে দুই হামলাকারী ও নিরাপত্তাবাহিনীর এক সদস্যও রয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার বিকেলে কাসিম প্রদেশের বুরাইদাহ-তারফিয়াহ সড়কের একটি তল্লাশি চৌকিতে বন্দুকধারীরা হামলা চালায়। 
এ সময় গোলাগুলিতে দুই সন্ত্রাসী নিহত ও দুইজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে মন্ত্রণালয়ের পক্ষে থেকে এক বাংলাদেশি প্রাণহানির খবর দিলেও তার নাম প্রকাশ করেনি। কর্তৃপক্ষ বলছে, নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

No comments