সামনে নির্বাচন পাকিস্তানের অনুসরণ কারীদের প্রতি খেয়াল রাখা অত্যান্ত জরুরি || RIGHTBD
সামনে নির্বাচন পাকিস্তানের অনুসরণ কারীদের প্রতি খেয়াল রাখা অত্যান্ত জরুরি।
পাকিস্তানে বোমায় ৩১ মানুষের জীবন শেষ করে দিয়েছে তাদের অনুসরণ কারিরাও তার বাহিরে যাবে না।
আগে পরে পেট্রোল বোমায় করেছে এইবার কে জানে কি করে।
পুলিশ কে আগে থেকেই কঠোর বেবস্থা নিয়ে থাকতে হবে , তা না হলে পরে বলবে তদন্ত চলছে তদন্ত চলছে এমন করেই ১/৩ বছর কাটিয়ে দেবে , আর আমাদের দেশের সাধারণ মানুষের অবশই এই নিয়ে সতর্ক থাকতে হবে ,আর মনে রাখতে হবে যা যাবে নিজের যাবে আর যা পাবে সরকার আর নাহয় বিরোধীদল পাবে।
টাকার লোভে আর নাহয় ক্ষমতার লোভে এমন কিছুই করিওনা যেটা তোমাদের সারাজীবনের কান্না হয়ে থাকে।
ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।
No comments